মানব সভ্যতার বিবর্তন হয়েছে , ক্লাসরুমের বিবর্তন হয়নি আমরা আগেই জেনেছি।দুই, তিন বছর আগে আমরা বা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কখনো ভাবতে পেরেছিলাম বা পেরেছিলেন এদিনের জন্যে হলেও ক্লাসরুম টা শিক্ষক বা ছাত্র /ছাত্রীর বাড়িতে ব্যাবস্থা করে নিতে পারি বা বাড়িতে বসে পরীক্ষা পদ্ধতি সম্পূর্ণ করতে পারি ? এসব কথা মুখে আনা তো দূরের কথা , এটা ভাবলে আপনি যে কি ভয়ানক উপহার পেতেন সেটা আপনি ভাবতে পারছেন মনে হয়।
কোভিড ১৯ মহামারী আমাদের সব চিন্তার অবসান ঘটিয়ে আমাদের ধারাবাহিক ক্লাসরুম টিচিং এর সাময়িক পরিবর্তন করেছে। কিন্তু নানা বিধ সমস্যা র সম্মুখীন হওয়ার জন্যে এই পরিবর্তন সকলে ঠিক মতো মেনে বা কাজে লাগাতে পারিনি। কারণ হিসাবে সামাজিক, অর্থনৈতিক , পরিকাঠামো এবং অভিজ্ঞাতা গত সমস্যা ছিলো।
কিন্তু একটা বিষয় মনে রাখবেন , বিবর্তনে মানুষ পৃথিবীর সর্বশেষ্ঠ প্রাণী হিসাবে স্বীকৃত হয়েছে। যে কোনো প্রতিকূল পরিবেশ , যে কোনো দুর্গম পথ কে অতিক্রম করে , যে কোন অন্ধকার কে আলোকিত করার পথ এই মানুষই দেখতে পারে। আর সে জন্যেই শিক্ষক , ছাত্র/ছাত্রী সকলে সব রকম বাঁধা কে অতিক্রম করে আজকের দিনে শিক্ষা ব্যাবস্থা কে এক নুতন মাত্রা দিতে সক্ষম হয়েছেন।
আর এই সাফল্যের পিছনে আমরা প্রথমে গুগলএর নাম স্মরণ করি। গুগলেই ফ্রীতে সর্বপ্রথম আমাদের সর্ব ক্ষেত্রে , অতি অল্প সময়ে , যেকোন জায়গা থেকে , যে কোনো সময়ে কিছু করার জন্যে কিছু প্লাটফর্ম করে দিয়েছে , যে গুলো আজকের মহামারী বা আগামী দিনে আমাদের কে যে কোনো পরিস্থিতে এগিয়ে নিয়ে যেতে আমাদের পশে থাকবে।
এখানে গুগলের বিষের কিছু টুলস যে গুলো শিক্ষা ক্ষেত্রে গত কয়েক বছর ধরে বিশেষ ভাবে আমাদেরকে ভীষণ ভাবে সহযোগিতা করেছে সে আমরা এক কথাতেই শিকার করবো। আর যারা এখনো এগুলো শিখতে পারেন নি তারা আর একবার এগুলো শিখে নিন। কে জানে আগামী দিনে এ সবের মধ্যে দিয়ে আমাদের সভ্যতার শেষ সূর্য অস্তচলে যাবে ??
English Translation :
Human civilization has evolved, the classroom has not evolved, we already know. Two or three years ago, we or the head of the educational institution could not imagined, managed to arrange the classroom at the teacher's or student's house or complete the examination at home. ? All this could not be said or thought. And if you ever thought about it, you will not realize how humiliated you would be.
The Covid 19 epidemic has put an end to all our worries and made a temporary change in our continuous classroom teaching. But not everyone has been able to adapt or implement this change due to various problems. Social, economic, infrastructural and empirical issues were the last problem.
But remember one thing, in evolution man has been recognized as the greatest animal on earth. These people can see any unfavorable environment, any inaccessible path, any dark path. And that is why teachers, students have been able to overcome all obstacles and give a new dimension to the education system today.
And behind this success we first remember the name of Google. Google has for the first time given us some platforms to do something for free, in a very short time, from anywhere, at any time, which will be with us to take us forward in today's epidemic or in any situation in the future.
Here are some of Google's poisoning tools that have helped us tremendously in the last few years, especially in the field of education. And those who have not yet learned these, learn them again. Who knows, the last sun of our civilization will set in the future with all this ??
Google Forms:
1. Get answers fast
Plan your next camping trip, manage event registrations, whip up a quick poll, collect email addresses for a newsletter, create a pop quiz, and much more.
2. Survey with style
Use your own photo or logo, and Forms will pick just the right colors to complete your own unique form, or choose from a set of curated themes to set the tone.
3. Q&A, your way
Choose from a bunch of question options, from multiple choice to dropdowns to a linear scale. Add images and YouTube videos, or get fancy with page branching and question skip logic.
4. Create or respond on the go
Forms is responsive, so that means it’s easy (and beautiful) to make, edit, and respond to forms on screens big and small.
5. Organized & analyzed
Responses to your surveys are neatly and automatically collected in Forms, with real time response info and charts. Or, take your data further by viewing it all in Sheets.
6. Build it Together
Add collaborators to let any one- friends, classmates, co-orkars -build your servey with you.
Google Forms Tutorials comming soon

0 Comments
If you have any douts, please let me know.