আমরা একটু ১৫০ বছর পিছনে চলে যাই..................। পড়তে , শুনতে , গুগলে দেখতে থাকি ১৫০ বছর আগে আমাদের জীবন যাত্রার মান কি রকম ছিল ?
আমরা আজ যে গাড়ি টা বাড়ির নিচে রেখেছি , আজ যে দূরবর্তী কারো সঙ্গে ভাবের আদান প্রদান করছি, এরকম অনেক ক্ষেত্রে প্রযুক্তিগত ভাবে পরিবর্তন দেখলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন।
কিন্তু আপনি কি একবার এটা কখনো ভেবেছেন ? ১৫০ বছর আগে যে ক্লাসরুমে বসে মানুষ শিক্ষা লাভ করেছেন তার কোনো রকম পরিবর্তন আজ ও হয়নি । আর সে জন্যে আজ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় এ ছাত্র /ছাত্রীদের মধ্যে নানা রকম পরিবর্তন দেখা যাচ্ছে , পড়াশুনার করতে অনীহা , ক্লাসরুমে আসতে অনীহা , একটা বাঁধা ধরা সময়ের মধ্যে আবদ্ধ থাকতে অনিহা , পরীক্ষা দিতে অনীহা। ..........................!!!!
আমরা জানি এলবার্ট আইনস্টাইন বলেছিলেন"“Everybody is a genius. But if you judge a fish by its ability to climb a tree, it will live its whole life believing that it is stupid.”
আইনস্টাইনের এই বিশ্ব বিখ্যাত উক্তি আমাদের শিক্ষা ব্যাবস্থায় প্ৰতিফলিত হতে দেখি। প্রত্যেক ছাত্র /ছাত্রী দের মধ্যে নানা রকম প্রতিভা সুপ্ত ভাবে থাকে, এক এক জনের প্রতিভা এক এক রকম , চিন্তা ভাবনা এক এক রকম, বিষয় ভিত্তিক আগ্রহ ভিন্ন রকম , বুঝে নেওয়ার ক্ষমতা এবং মনে রাখার ক্ষমতা ও ভিন্ন রকমের হয়।
আমাদের ভাবতে অবাক লাগে আমরা একটি চপার দিয়ে যেমন বিভিন্ন রকম সবজি কাটি , তেমনি একই বিষয় সকল ছাত্র/ছাত্রীদের মধ্যে পরিবেশন করি , একটি প্রশ্ন দিয়ে সকলকে যাচাই করতে থাকি , রোবটের মতো ব্যাবহার করতে থাকি , কখনো ভাবি না কার দুর্বলতা , আগ্রহ এবং দৃঢ়তা কোথায় ? যার যে বিষয়ে আগ্রহ সে সেখানে বেশি আনন্দ পায়। মাছ কে গাছে তোলার চিন্তা নিয়ে থাকলে তারমতো বোকামো আর কি হতে পারে ??
একই রকম শিক্ষা ব্যবস্থার এই দীর্ঘ পথ অতিক্রম করে সকলে আজ ক্লান্ত। শিক্ষা নিয়ে বিজ্ঞানী রা নানা রকম বিষয় আজ উপস্থাপন করে চলেছেন। বিভিন্ন পদ্ধতি তে প্রজুক্তি লাগিয়ে গতানুগতিক ক্লাসরুম কে ডিজিটাল ক্লাসরুমে পরিণত করার কঠোর প্রয়াস চলছে।
শিক্ষাক্ষেত্রে গুগল এক নুতন দিগন্ত , সহজে সকলে গুগলের বিভিন্ন টুলস শিক্ষা ক্ষেত্রে আজ কাজে লাগিছেন।

English Translated:
We go back a little 150 years .................. Reading, listening, looking at Google 150 years ago, what was the standard of our life?
You may be surprised to see technological changes in many cases, such as the car we put under the house today, the way we communicate with someone far away today.
But have you ever thought about it once? The classroom in which people were educated 150 years ago has not changed today. And that is why today there are various changes in students in schools, colleges and universities, reluctance to study, reluctance to come to classroom, reluctance to be confined within a fixed time, reluctance to take exams. .......................... !!!!
We know Albert Einstein said "Everybody is a genius. But if you judge a fish by its ability to climb a tree, it will live its whole life believing that it is stupid."
We see this world famous quote of Einstein reflected in our education system. Every student has different talents, different thoughts, different interests based on subject matter, different ability to understand and different ability to remember.
It amazes us to think that just like we cut different vegetables with a chopper, we serve the same subject to all the students, keep checking everyone with one question, keep using them like robots, never wondering where are their weaknesses, interests and strengths? Whoever is interested in that subject gets more pleasure there. If you are thinking of raising fish in a tree, what else can be so stupid ??
Today everyone is tired of going through this long path of similar education system. Scientists are presenting various issues about education today. Strict efforts are being made to turn traditional classrooms into digital classrooms by using technology in various ways.
Google is a new horizon in the field of education, easily everyone is using various tools of Google in the field of education today.
0 Comments
If you have any douts, please let me know.